রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) সংলগ্ন এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট সাত জনকে আটক করা হলো।
এদিকে, এই নির্মম হত্যাকাণ্ডের বিচার এবং হাসপাতাল ও তার আশপাশে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলনে নেমেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রোববার (১৩ জুলাই) দুপুর থেকে শিক্ষার্থীরা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া না হলে শাটডাউনের হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) বিকেলে হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে কুপিয়ে ও ইট দিয়ে থেঁতলে হত্যা করে একদল সন্ত্রাসী। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।
পরদিন নিহত সোহাগের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোহাগ হত্যার মূল কারণ ছিল চাঁদাবাজি নিয়ে বিরোধ।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।