অবরুদ্ধ গাজার ওপর ইসরাইলের অবৈধ অবরোধ ভাঙতে ফের নৌযাত্রা শুরু করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন নৌযান ‘হানডালা’। ইতালির সিরাকুসা বন্দর থেকে রোববার (১৩ জুলাই) যাত্রা শুরু করে এই নৌযানটি।
এর আগে জুন মাসে ব্রিটিশ পতাকাবাহী নৌযান ‘ম্যাডলিন’ গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও তা আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করে ইসরায়েলি বাহিনী। সেই সময় ১২ জন নিরস্ত্র কর্মীকেও আটক করা হয়।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘মাত্র কয়েক সপ্তাহ আগে আন্তর্জাতিক পানিসীমা থেকে ইসরাইলি বাহিনী আমাদের ‘ম্যাডলিন’ নৌযান জব্দ করে। তারপরও বৈশ্বিক সংহতির শক্তিতে আমরা ইসরাইলের অবৈধ ও প্রাণঘাতী অবরোধকে চ্যালেঞ্জ জানিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছি।’
এই মিশনের মূল লক্ষ্য হলো গাজার শিশুদের জন্য মানবিক সহায়তা পৌঁছানো এবং ফিলিস্তিনিদের সঙ্গে আন্তর্জাতিক সংহতি প্রকাশ করা। যদিও এবার ঠিক কতজন যাত্রী নৌযানে রয়েছেন তা স্পষ্ট নয়, তবে প্রায় ১৮ জন থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। ফ্রান্সের বামপন্থি রাজনৈতিক দল লা ফ্রঁস ইনসুমিস (এলএফআই)-এর দুই সদস্যও এ যাত্রায় অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
এর আগে গত ৬ জুন ইতালির সিসিলি থেকে ‘ম্যাডলিন’ যাত্রা শুরু করে এবং ৯ জুন সেটিকে জব্দ করে ইসরাইলি নৌবাহিনী।
ইসরাইলের নৌ অবরোধের কারণে গাজার জনগণ দীর্ঘদিন ধরে মানবিক সংকটে ভুগছে। খাদ্য, ওষুধ এবং জ্বালানির ঘাটতির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে লাখো মানুষকে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই অবরোধ চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। তাই আন্তর্জাতিক মহলের অনেকেই এই ধরনের শান্তিপূর্ণ উদ্যোগকে সমর্থন করছেন।
ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে, যত বাধাই আসুক না কেন, গাজার মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে তাদের এই মিশন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।