ধর্মীয় মূল্যবোধে আঘাত ও দলের নীতি-আদর্শের পরিপন্থী বক্তব্য দেওয়ায় পাবনার বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রেজাউল করিমের বক্তব্য দলীয় আদর্শের পরিপন্থী ও সম্পূর্ণরূপে ব্যক্তিগত। এতে বিএনপির নীতি ও আদর্শের সঙ্গে কোনো ধরনের সঙ্গতি নেই। দল তার বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছে।
এই বিবেচনায় ধর্মীয় অনুভূতি ও দলের নীতিমালার প্রতি অসম্মানজনক বক্তব্য দেওয়ার দায়ে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার আহ্বান জানানো হয়েছে।
গত ২ জুলাই বিকেলে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে স্বাগত জানানো হয়। মিছিল শেষে বক্তব্য দেন রেজাউল করিম টাইগার। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার (হাসান জাফির তুহিনের) পায়ে।”
এই বক্তব্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপর গত রোববার দৈনিক আমার দেশ অনলাইনে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে স্থানীয়ভাবে নিন্দার ঝড় ওঠে। রাতে চাটমোহর উপজেলায় বিক্ষোভ মিছিল হয় এবং দল থেকে তাকে বহিষ্কারের দাবি উঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে।
ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, “রেজাউল করিম যে বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে ধর্মীয় মূল্যবোধের চরম অবমাননা হয়েছে। বিষয়টি দলীয় হাইকমান্ডকে জানিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”