রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের মামলার অন্যতম অভিযুক্ত নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নান্নু সেই চারজনের একজন, যাকে ভাইরাল ভিডিওতে ইট ও সিমেন্টের ব্লক দিয়ে সোহাগকে আঘাত করে মৃত্যু নিশ্চিত করতে দেখা গেছে।
এই নিয়ে সোহাগ হত্যা মামলায় মোট আটজনকে গ্রেফতার করা হলো। এর আগে একইদিন সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে আরও দুইজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রসঙ্গত, গত বুধবার (১০ জুলাই) মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরো দিয়ে পিটিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। এই নৃশংস ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এর পরদিন, নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ১৯ জনের নাম উল্লেখ করা হয়। প্রাথমিক তদন্তে স্থানীয়রা হত্যার পেছনে চাঁদাবাজিকে মূল কারণ হিসেবে সন্দেহ করছে।