যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে মুখর হয়ে উঠেছে শহরের রাস্তাঘাট, পার্ক এবং জনসমাগমস্থলগুলো। শনিবার (স্থানীয় সময়) সকাল থেকে শুরু হওয়া এসব বিক্ষোভে অংশ নিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। আয়োজকদের দাবি, পুরো দেশে এই বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় কোটি বিক্ষোভকারী।
ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, বোস্টনসহ যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি বড় শহরেই দেখা গেছে বিশাল জনসমাগম। ব্যানার, প্ল্যাকার্ড এবং স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। ‘ডেমোক্রেসি বাঁচাও’, ‘ট্রাম্পকে না’, ‘জনগণের রায় চাই’—এমন নানা স্লোগান ছিল বিক্ষোভকারীদের মুখে।
বিক্ষোভকারীদের অনেকেই জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, ন্যায়ের বিচার এবং সুশাসনের পক্ষে দাঁড়াতে রাস্তায় নেমেছেন। অনেকে আবার অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন দেশের গণতন্ত্র ও সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে।
আয়োজক সংগঠনগুলোর মধ্যে রয়েছে ‘মুভ অন’, ‘উইম্যান’স মার্চ’ এবং ‘নট মাই প্রেসিডেন্ট’ আন্দোলনের কর্মীরা। তারা জানিয়েছে, শান্তিপূর্ণভাবেই তারা এই গণজমায়েতের আয়োজন করেছে এবং ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই আন্দোলন একটি বড় বার্তা হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসনের জন্য।
বিক্ষোভে কোনো সহিংসতার খবর এখনো পাওয়া যায়নি, তবে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এই বিক্ষোভের প্রভাব কতটা পড়ে, তা সময়ই বলে দেবে। তবে এত বিপুলসংখ্যক মানুষ একযোগে রাস্তায় নামা নিঃসন্দেহে নজরকাড়া ঘটনা।