ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ঘাস খেতে খেতে সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যাওয়ায় ১০টি গরু আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, কালিকাপুর গ্রামের কৃষকরা প্রতিদিনের মতো সকালে গরু ও ছাগল নিয়ে সীমান্তঘেঁষা মাঠে চারণের জন্য যান। গরুগুলো ঘাস খাওয়ার সময় খেয়াল না করেই সীমান্তের নির্ধারিত পিলার অতিক্রম করে ভারতের অংশে প্রবেশ করে। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তৎপর হয়ে গরুগুলো আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যায়।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের আখাউড়া ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক ব্যাখ্যার পর গরুগুলো ফেরত দেয় বিএসএফ।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের আখাউড়া ক্যাম্প কমান্ডার মো. নূরুল আমীন বলেন, “স্থানীয় কৃষকরা ভুলবশত গরুগুলো সীমান্ত পার করে ফেলে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখি এবং তাৎক্ষণিকভাবে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে গরুগুলো ফিরিয়ে আনি। সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধান হয়েছে।”
তিনি আরও জানান, সম্প্রতি বিএসএফ থেকে কড়া নির্দেশনা এসেছে যে, গবাদি পশু যেন সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অংশে প্রবেশ না করে। এ বিষয়ে স্থানীয়দের সচেতন করতে ইতিমধ্যে এলাকায় মাইকিং ও প্রচার-প্রচারণা চালানো হয়েছে। তবুও মাঝে মাঝে অসতর্কতার কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সীমান্ত এলাকায় গরু চরানো তাদের দীর্ঘদিনের অভ্যাস। তবে এখন নিয়ম-কানুন আরও কঠোর হওয়ায় গরু চড়াতে সাবধান থাকতে হচ্ছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং কৃষকেরা যেন অহেতুক ভোগান্তিতে না পড়েন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বিজিবি নিয়মিত টহল ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।
এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়াতে স্থানীয় কৃষকদের আরও বেশি সতর্ক থাকার পাশাপাশি সীমান্ত আইন মেনে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।